ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।
অভিযানকালে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ১৯০৬টি মামলা ও ১০,৪৭,৬৭৫ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৭৮ টি গাড়ি ডাম্পিং ও ২৬২ টি গাড়ি রেকার করা হয়।
উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ০৭টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ০৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও, এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৪২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৩০টি মোটরসাইকেল আটক করা হয়।
০৩ ফেব্রুয়ারি’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে ।