ডিএমপি নিউজ : ট্রাফিক আইন মেনে চলতে যানবাহনের যাত্রী, চালক, হেলপার, পথচারী ও জনসাধারণকে সচেতন করতে প্রচারণা চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগ।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশনায় আজ সোমবার ওয়ারী ট্রাফিক বিভাগের উদ্যোগে এই জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
এসময় ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, ঢাকা মহানগরীতে যানজট সহনীয় পর্যায়ে রাখতে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে হলে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। এর অংশ হিসেবে বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক এবং পথচারীর দায়িত্ব-কর্তব্য সংক্রান্ত লিফলেট বিতরণ কার্যক্রম ও পথসভার মাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ। সড়ক দুর্ঘটনার হার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে এনে যানজট সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় ট্রাফিক ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ এবং যানবাহনের যাত্রী, চালক এবং পথচারী উপস্থিত ছিলেন।