ট্রাফিক উত্তর বিভাগের এয়ারর্পোট কাওলা সার্ভিস রোড ও কামারপাড়া অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ডিসি ট্রাফিক (উত্তর) প্রবীর কুমার রায়, পিপিএম-বার এর দিক-নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আজ ১৯ আগস্ট, ২০১৯ দুপুরে ট্রাফিক উত্তর বিভাগের ঊর্ধ্বতণ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জানান, বর্তমানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা সবাই যদি নিজ নিজ অফিস, বাসার চারপাশ ও বাগান সহ ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ফুলের টব, ডাবের খোসাসহ আশেপাশে পানি জমতে না দিই তবেই এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব হবে এবং ডেঙ্গু রোগের প্রকোপ কমে আসবে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।