ডিএমপি নিউজ: বনানী বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের রাস্তায় চলাচলের সময় কীভাবে রাস্তা পার হতে হয়, কোন পথে চলতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।
২৮ নভেম্বর, ২০১৯ সকাল ১০.০০ টায় বনানী বিদ্যা নিকেতন স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ট্রাফিক উত্তর বিভাগ।
ট্রাফিক সচেতনতামূলক এই কর্মসূচিতে ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম-বার শিক্ষার্থীদের রাস্তায় চলাচলের নিয়মকানুন (রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার) ফুটপাত দিয়ে চলাচল ও ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করেন।
এছাড়া বনানী বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের আনয়ন করা স্কুল ভ্যান চালকদের, উল্টা পথে চলাচল না করতে, ট্রাফিক আইন মেনে চলতে এবং ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয় লক্ষ্য রেখে ভ্যান চালানোর জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
দিনের অপর এক কর্মসূচিতে সকাল সাড়ে এগারটায় ট্রাফিক উত্তর অফিসের সম্মেলন কক্ষে ট্রাফিক উত্তর বিভাগের বিভিন্ন ফিলিং স্টেশনের প্রতিনিধিদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করে।
ফিলিং স্টেশনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় ওই সভায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ফিটনেস বিহীন গাড়িতে জ্বালানি না দেওয়ার অনুরোধ করেন উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়।
এছাড়াও প্রতিটি ফিলিং স্টেশনে ব্যানার স্থাপনের জন্য উপস্থিত প্রায় ৫০ জন প্রতিনিধির প্রতি তিনি আহবান জানান ।