ডিএমপি নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ওয়ারী জোন।
আজ সোমবার (১৭ এপ্রিল ২০২৩ খ্রি.) ট্রাফিক ওয়ারী জোনের রাজধানী মার্কেট এলাকায় অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।
এছাড়াও এ ইফতার বিতরণে ট্রাফিক-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানসহ ট্রাফিক-ওয়ারী বিভাগের সকল জোনের সহকারী পুলিশ কমিশনার, টিআই, সার্জেন্ট ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।