ডিএমপি নিউজঃ পুলিশ সদস্যদের মানসিক অবসাদ, বিষন্নতা দূর করে কর্মস্পৃহা সৃষ্টি ও চিত্তবিনোদনের জন্য ‘বঙ্গবন্ধু ১০০-বল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’ আয়োজন করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ।
ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ১৯ নভেম্বর ২০২১ খ্রি. হতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ১০০-বল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’। এ ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে ১২ ডিসেম্বর ২০২১।
নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রেখে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ফ্রি টাইমে ঢাকা জেলা পুলিশের অনুমতিক্রমে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ট্রাফিক-ওয়ারী বিভাগ অফিস, ট্রাফিক-ডেমরা জোন, ট্রাফিক-যাত্রাবাড়ী জোন ও ট্রাফিক-ওয়ারী জোনের সমন্বয়ে গঠিত ৪টি টিমের অংশগ্রহণে শুরু হয়েছে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট টুর্নামেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে ট্রাফিক-ওয়ারী বিভাগ এর নাম দিয়েছে ‘বঙ্গবন্ধু -১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নির্মল চিত্তবিনোদনের সুযোগ পেয়ে ট্রাফিক-ওয়ারী বিভাগের প্রতিটি সদস্য অত্যন্ত আনন্দিত। এই ব্যতিক্রমী আয়োজনকে তারা সাধুবাদ জানিয়েছে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।