ডিএমপি নিউজঃ ঈদ- উল আযাহা উপলক্ষে ঘর মুখো মানুষের যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে সায়েদাবাদ বাস টার্মিনালে সোমবার (২৭ জুলাই) বিকাল ০৩ টায় পরিবহন মালিক শ্রমিক সংগঠন এবং ট্রাফিক-ওয়ারী বিভাগের কর্মকর্তাগণের মধ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী বিভাগ) মোঃ সাইদুল ইসলাম পিপিএম। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক-ওয়ারী গোবিন্দ চন্দ্র পালসহ এসি ট্রাফিক-যাত্রাবাড়ী, এসি ট্রাফিক-ডেমরা ও এসি ট্রাফিক-ওয়ারীসহ সংশ্লিষ্ট জোন সমূহের অফিসারবৃন্দ।
উক্ত মত বিনিময় সভায় পরিবহন মালিক শ্রমিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলে আবুল কালাম, আহবায়ক, পরিবহন মালিক সমিতি, হাজী মোহাম্মদ আলী সুবা সভাপতি সায়েদাবাদ পরিবহন বাস- শ্রমিক সমিতি এবং সায়েদাবাদ বাস টার্মিনালের বাস চালক, হেলপারসহ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি মোঃ সাইদুল ইসলাম পিপিএম তাঁর বক্তব্যে পরিবহন মালিক শ্রমিক সংগঠন, সায়েদাবাদ বাস টার্মিনালের বাস চালক, হেলপারসহ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেনঃ- নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। করোনা ভাইরাসের সংক্রমন রুখতে প্রতিটি গাড়ীতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। ফিটনেট বিহীন গাড়ী চালানো যাবে না। লাইন্সেস বিহীন চালক দিয়ে পরিবহন পরিচালনা করা যাবে না। অযথা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সেই সাথে চালকগণ যেন নিরাপদে গাড়ী চালাতে পারে সেজন্য ট্রাফিক-ওয়ারী বিভাগের প্রতিটি সদস্যকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ড্রাইভার, হেলপারসহ শ্রমিকবৃন্দকে অহেতুক হয়রানী, অযথা মামলা, রেকার করা থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।