ডিএমপি নিউজঃ কদমতলী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেলে সড়ক ও মহাসড়ক বিভাগের ব্যবস্থাপনায় নতুন ইউলুপ চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-ডেমরা জোন।
আজ বুধবার (২৭ এপ্রিল ২০২২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেল এলাকায় এই ইউলুপ চালুর পাশাপাশি মেডিকেলের সামনে আগের অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ ক্রসিংটিও বন্ধ করেছে ট্রাফিক-ডেমরা জোন।
ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, সড়ক দুর্ঘটনারোধে জনসাধারণ এবং যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল হ্রাসে ইউলুপটি খুবই কার্যকর হবে।
প্রতিদিনের ন্যায় আজ সকালে মাতুয়াইল থেকে মিন্টো রোডে অফিসে আসছিলেন মোটর সাইকেল আরোহী মোঃ শফিকুল ইসলাম। তিনি মাতুয়াইল মেডিকেলের সামনে এসে দেখেন আগের সেই ক্রসিং নেই। তিনি ৫০ মিটার সামনে যেয়ে দেখেন নতুন ইউলুপ সৃষ্টি করা হয়েছে এবং আগের ক্রসিংয়ের চেয়ে বর্তমান ইউলুপ দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করা যাচ্ছে।
জনাব শফিকুল ডিএমপি নিউজকে বলছিলেন, আমি প্রতিদিন এই ক্রসিং দিয়ে মোটর সাইকেল নিয়ে পার হই। কিন্তু মহাসড়কের গাড়িগুলোর গতি অনেক বেশি থাকায় ওই রাস্তায় উঠতে আগের ক্রসিংয়ে অনেক সময় অপেক্ষা করতে হতো। এরপর মহাসড়কে উঠতে গেলে একটা দুর্ঘটনার আশঙ্কা রয়েই যেতো। এখন অনেক ভালো হয়েছে।
ডিএমপি নিউজের এই প্রতিবেদকের কাছে তিনি এই নতুন ইউলুপে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশকে সাধুবাদ জানান।