এডিস মশার লার্ভা নিধনে আজ ১৯ আগস্ট, ২০১৯ সোমবার দুপুর ১.০০ টায় ডিসি ট্রাফিক পশ্চিম মোঃ জসীম উদ্দীন মোল্লার উদ্যোগে অত্র বিভাগের ডাম্পিং প্লেসসমূহে এডিস মশা নিধনকল্পে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ডাম্পিং প্লেসসমূহের সমস্ত ঝোঁপ-ঝাড় পরিষ্কার করে সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এছাড়া সেখানে রাখা যানবাহনসমূহের ভিতরে কেরোসিন স্প্রে করা হয়।
উক্ত কার্যক্রমে ট্রাফিক পশ্চিম বিভাগের সকল এডিসি ও এসি সহ প্রায় ৩০ জন অফিসার অংশগ্রহণ করেন।