ডিএমপি নিউজ: ঝড়-বৃষ্টি প্রচন্ড তাপদাহ মাথায় নিয়ে মহানগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে অহর্নিশ নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে থাকে ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা। শুধু নগরবাসীকে নিরাপদে আপন ঠিকানায় ফিরতে নয়, দুর্ঘটনায় পড়লে প্রাথমিক চিকিৎসার মতো মানবিক সেবাও প্রদান করছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ।
ট্রাফিক-রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২০ জুন ২০২৪ খ্রি.) সকাল সোয়া দশটার দিকে রামপুরা ব্রিজের উপর ইনকামিংয়ে (বাড্ডা থেকে আগত) দাঁড়ানো বাসের পিছনে একটি সিএনজি বেপরোয়াভাবে চালিয়ে আঘাত করে। ফলে, সিএনজির যাত্রী কাজী সেলিম আল দ্বীন আহত হন। তার কপাল ফেঁটে রক্ত পড়তে থাকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য আহত যাত্রীকে দ্রুত রামপুরা ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তী সময়ে তার পরিবারের সাথে যোগাযোগ করে আহত যাত্রীকে পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
ট্রাফিক পুলিশের এমন মানবিক প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রমে সিএনজি আরোহী, তার পরিবার ও উপস্থিত নগরবাসী অত্যন্ত সন্তোষ প্রকাশসহ বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
এ ঘটনায় আঘাত করা সিএনজি (ঢাকা মেট্রো থ-১৩-৫৩৫০) চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ।
প্রসঙ্গত, ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর উদ্যোগে ট্রাফিক-মতিঝিল বিভাগের প্রতিটি ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফাস্ট এইড বক্স’ রাখা হয়েছে এবং প্রত্যেক সার্জেন্টকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।