ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ছিনতাই করে পালানোর সময় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সার্জেন্ট পলাশ মজুমদার। গ্রেফতারকৃতের নাম- মোঃ জাহিদ হাসান (৪০)। এ সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেয়া ৩০০০ টাকা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২ মে) সকাল সাড়ে ১১ টায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সার্জেন্ট পলাশ মজুমদার ডিউটিতে নিয়োজিত ছিলেন। ভিকটিম বাসা হতে তার ব্যবসা প্রতিষ্ঠান গুলিস্থানের উদ্দেশ্যে যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আসলে ২/৩ জন ছিনতাইকারী ভিকটিমকে মারধর করে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে । ভিকটিমের চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট পলাশ মজুমদার ট্রাফিক পুলিশের সহায়তায় ছিনতাইকারী জাহিদকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।