যত্রতত্র রাস্তা পারাপারে নিরুৎসাহিত ও রাস্তা পারাপারে নগরবাসীকে ফুটওভার ব্রীজ বা আন্ডারপাস ব্যবহারে উৎসাহিত করার জন্য মাতুয়াইল মেডিকেল ও রায়েরবাগে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক পূর্ব বিভাগের ডেমরা ট্রাফিক জোন।
এদিকে ওয়ারী ট্রাফিক জোনের উদ্যোগে জয়কালী মন্দির ও ওয়ারী এলাকায় পরিবহন মালিক, চালক, হেলপারদের সাথে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে ট্রাফিক পক্ষ ২০১৯ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও মতিঝিল জোনের উদ্যোগে ফকিরাপুল, শাপলাচত্ত্বর, পুলিশ লাইন ইন্টার সেকশনে ট্রাফিক পক্ষ ২০১৯ উপলক্ষে পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার, যত্রযত্র রাস্তা পারাপার না করা ইত্যাদি বিষয়ে প্রচারণা চালানো হয়।
এদিকে গত ২৩ এপ্রিল, ২০১৯ সবুজবাগ জোনের উদ্যোগে সন্ধ্যায় মৌচাক পথচারীদের ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠান করা হয়।