ডিএমপি নিউজ: সড়ক নিরাপদ হলেই নিরাপদ হবে আমাদের জীবন। ফিটনেস বিহীন গাড়ী যেমনি ঝুকিপূর্ণ তেমনি লাইসেন্সহীন ড্রাইভারও ঝুকিপূর্ণ। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে “সড়ক পরিবহন আইন-২০১৮”। যা বাস্তবায়নে ডিএমপি, ঢাকায় চলছে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
১১ নভেম্বর ২০১৯ সোমবার ট্রাফিক পূর্ব বিভাগের আওতাধীন রামপুরা, সবুজবাগ, মতিঝিল, ডেমরা ও ওয়ারী জোনের বিভিন্ন এলাকায় এর কার্যক্রম অব্যহত থাকে। বিভিন্ন ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ স্ব স্ব জোনের সচেনতা কার্যক্রমে অংশগ্রহন করেন।
তারা পরিবহন মালিক,চালক,যাত্রী,শ্রমিক,পথচারী,মোটর সাইকেল আরোহী ও ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেনএবং লিফলেট বিতরণ করেন।
একই সাথে প্রত্যেকটি জোনের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সচেতনতামূলক মাইকিং এর মাধ্যমে জনগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে অবগত করা হয়।