ডিএমপি নিউজঃ ২৮ এপ্রিল, ২০১৯ রবিবার দুপুর ১২.০০টায় ডিসি ট্রাফিক পূর্ব অফিসে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। ডিসি ট্রাফিক (পূর্ব) এর সমন্বয়ে ঢাকা-মাওয়া বাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এদিকে মতিঝিল জোনের উদ্যোগে গুলিস্থান এলাকায় সকালে পরিবহন মালিক, চালক, হেলপারদের সাথে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । মতিঝিল জোনের উদ্যোগে যাত্রাবাড়ী কাজলা এলাকায় ফিটনেস বিহীন, রুটপারমিট বিহীন গণপরিবহনের বিরুদ্ধে চলমান টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও ডেমরা জোনের উদ্যোগে গোলাপবাগ এলাকায় পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার, যত্রযত্র রাস্তা পারাপার না করা ইত্যাদি বিষয়ে প্রচারণা চালানো হয়।