ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা ট্রাফিক জোনের আব্দুল্লাপুর ট্রাফিক পুলিশ বক্স এ ২৫ মে, ২০১৭ খ্রি. ১০:৩০ টায় ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মত বিনিময় সভায় সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম।
উক্ত মত বিনিময় সভায় ট্রাফিক উত্তর বিভাগের উর্ধ্বতণ কর্মকর্তাগণসহ বিভিন্ন পরিবহনের মালিক, মটর শ্রমিক ও কমিউনিটি পুলিশের প্রায় ১৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। উক্ত সভায় কমিউনিটি পুলিশের সদস্যেদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
ডিসি ট্রাফিক উত্তর আরও বলেন, মাহে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ হতে বিস্তারিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে। উক্ত পরিকল্পনা সুষ্ঠভাবে বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আরও আসাবাদ ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উৎযাপিত হবে।