ডিএমপি নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রমনা বিভাগের শাহবাগ জোনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসাপালের সামনের রাস্তা থেকে ভ্রাম্যমাণ টং দোকান ও হকার অপসারণ করা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী গেট হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উপর বিভিন্ন ধরনের টং দোকান বা ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমাণ দোকান বসার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা লোকজন বিড়ম্বনার শিকার হতেন। এমনকি দোকানগুলোর জন্য রাস্তার একটা বড় অংশ দখল হয়ে যাওয়ার কারণে রাস্তায় গাড়ির জটের সৃষ্টি হত। যার কারণে চিকিৎসা নিতে আসা জনসাধারণের জরুরি বিভাগে পৌঁছাতে অনেক সময় বিলম্ব হতো।
ট্রাফিক শাহবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম জানান, ট্রাফিক রমনা বিভাগের শাহবাগ জোনের পুলিশ সদস্যদের নিয়মিত অভিযান পরিচালনা করার ফলে এই রাস্তাটি ভ্রাম্যমাণ দোকানমুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, এই রাস্তাটি যানজট মুক্ত রাখতে এবং চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ যাতে করে স্বল্প সময়ে হাসপাতালে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং রাস্তাটি অবৈধ দোকানমুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।