মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন আনলেন । এইচ আর ম্যাক মাস্টারকে সরিয়ে জন বোল্টনকে এই পদে নিয়োগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে এক টুইটারবার্তায় ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল থেকে তার এ ঘোষণা কার্যকর হবে।
গত কয়েক সপ্তাহে মার্কিন গণমাধ্যমগুলো ম্যাকমাস্টারকে বরখাস্ত করার সম্ভাবনার কথা জানিয়েছিল। কিন্তু প্রতিবারই হোয়াইট হাউজ বিষয়টিকে অস্বীকার করেছে।
এ নিয়ে গত দুই সপ্তাহে প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প।
ট্রাম্প তার টুইটারবার্তায় বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি জন বোল্টন হবেন আমার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা কার্যকর হবে ৯/৪/১৮ তারিখ থেকে। আমি জেনারেল ম্যাকমাস্টরের সেবার জন্য কৃতজ্ঞ যিনি অসাধারণ কাজ করেছেন এবং সবসময় আমার বন্ধু হিসেবে থাকবেন। দায়িত্ব হস্তান্তরের বিষয়ে ৯/৪ তারিখে দাপ্তরিক যোগাযোগ হবে।’-বিবিসি