মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়া সংকট নিরসনের জন্য এখনো কূটনীতির ওপর জোর দিচ্ছেন। এজন্যই তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চীনে পাঠিয়েছেন। মঙ্গলবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে এক শুনানিতে এই তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে নির্দেশ দিয়েছেন কূটনৈতিক চেষ্টা চালাতে। আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কৌশল নিয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার পদত্যাগের কথা অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, তিনি কখনো পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেননি। মার্কিন মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে, জুনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধ হওয়ায় পদত্যাগ করতে চেয়েছিলেন টিলারসন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে গাঁধা বলেননি বলেও জানান।