প্রবীণ ও বর্ষিয়ান রাজনীতিক জন ম্যাককেইনের শেষ বিদায়ে ওয়াশিংটন যখন শোকার্ত তখন গলফ খেলছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাকে অবশ্য ওই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয় নি। জন ম্যাককেইনের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। তার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক তিনজন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তারা সবাই স্মরণ করলেন গভীর দেশপ্রেমিক একজন যোদ্ধা ম্যাককেইনকে। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রার্থী ছিলেন তিনি। সর্বোপরি তিনি ছিলেন আদর্শিক একজন সিনেটর। তিনি রাজনৈতিক আদর্শকে সমুন্নত রেখেছেন।
এমনকি নিজের দলের বিরুদ্ধে সমালোচনা করতে ছাড়েন নি। তিনি প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। ফলে তার ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে উত্তপ্ত টুইট করেছেন ট্রাম্প। এ জন্য তাকে শেষ বিদায়ে আমন্ত্রণ জানানো হয় নি। তিনিও সেখানে যান নি। তিনি বরং শনিবারটি ছুটির দিন থাকায় ছুটে গিয়েছেন ভার্জিনিয়ায় তার অবকাশ যাপন কেন্দ্রে গলফ খেলতে। সেখানে বসে তিনি বিতর্কিত বিষয়ে টুইট করেন। কানাডা সরকারের সঙ্গে থাকা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) নিয়ে প্রশ্ন তোলেন। এ কারণে তার তীব্র সমালোচনা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে লিখেছেন, কানাডার সঙ্গে নতুন করে নাফটা চুক্তি রাখার কোনো রাজনৈতিক প্রয়োজনীয়তা নেই। দশকের পর দশক নিয়ম লঙ্ঘনের পরও যুক্তরাষ্ট্র যদি একটি সুষ্ঠু চুক্তি ধরে না রাখে তাহলে কানাডা আউট হয়ে যাবে। এক্ষেত্রে কংগ্রেসের হস্তক্ষেপ করা উচিত হবে না। আমি সরাসরি পুরো নাফটা বাতিল করে দেবো। তাতে আমরা আরো ভাল থাকবো। এর অল্প পরেই তিনি আরো একটি টুইট করেন। তাতে লিখেছেন, স্মরণ করুন। আমরা এ যাবত যত চুক্তি করেছি তার মধ্যে সবচেয়ে খারাপ বাণিজ্যিক চুক্তির অন্যতম হলো নাফটা। এতে যুক্তরাষ্ট্র হাজার হাজার ব্যবসা ও কোটি কোটি কর্মসংস্থান হারিয়েছে।
এমন টুইট করার পর বেশকিছু টুইটার ব্যবহারকারী ট্রাম্পের সমালোচনা করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, কিছুটা সম্মান দিয়ে কথা বলুন। জন ম্যাককেইনের শেষ বিদায়ে না থাকায় তার সমালোচনা করেন অনেকে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির প্রফেসর রবার্ট রেইচ, যিনি রাজনৈতিক ভাষ্যকার হিসেবে সুপরিচিত, তিনি টুইটে বলেছেন, শুধু একজন সত্যিকার অহমিকাবোধসম্পন্ন মানুষ এমন একটি অন্ত্যোষ্টিক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে।