জানুয়ারিতেই পাশ্র্ববর্তী দেশ ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10। মঙ্গলবার মধ্যরাত থেকেই এই ফোন বিক্রি শুরু করল Samsung। অনলাইন ও অফলাইন, দুই স্টোরেই মিলবে এই ফোন। ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে এই ফোনে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন-
Samsung Galaxy S10 Lite-এর স্পেসিফিকেশন:
১) ৬.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড এনফিনিটি ‘O’ ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন ২৪০০ x ১০৮০P এবং ৩৯৪ppi।
২) এই ফোনে ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
৩) এই ফোনে রয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮৮৫ প্রসেসর।
৪) ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) + ৫ মেগাপিক্সেলের (ম্যাক্রো ক্যামেরা) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: অবিশ্বাস্য কম দামে চোখ ধাঁধানো স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে Oppo!
৫) সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে এই ফোন।
৬) এই ফোনে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা-সহ ৪,৫০০ mAh-এর ব্যাটারি।