ট্রেডল পাম্প ও ট্রেডল প্রিন্টিং প্রেসের উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব আর নেই। শুক্রবার রাত ১০.২০মিনিটে কুড়িগ্রামের উলিপুরস্থ জোদ্দারপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। ১৯২৬ সালের ১৬ নভেম্বর উপজেলার কাশিরখামার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭৮ সালে ট্রেডল পাম্প (ঢেঁকিকল) তিনি উদ্ভাবন করে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হন এবং একটি বেসরকারি সংস্থার ব্যয়ে থাইল্যান্ডসহ একাধিক দেশ ভ্রমণ করেন। চিন্তা ও উদ্ভাবনী প্রতিভা দিয়ে নরেন্দ্রনাথ দেব ১৯৭৭ সালে ঢেঁকিকল আবিস্কার করে আলোড়ন সৃষ্টি করেন। তার এই উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দেশী-বিদেশী বিজ্ঞানীরা। তার আবিস্কৃত ঢেঁকিকল শুধু বাংলাদেশে নয়, দেশের গন্ডি ছড়িয়ে নেপাল, ভিয়েতনাম, ভারত ও থাইল্যান্ডের কৃষকরা ব্যবহার করছেন।
১৯৮৩ সালে ঢাকা বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার লাভ করে তার আবিষ্কৃত ঢেঁকিকল। এছাড়াও ১৯৯১ সালের নভেম্বর মাসে হোটেল সোনারগাঁতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়। তার আবিষ্কৃত ঢেঁকিকল নিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ‘জননী’ নাটক তৈরি করেন।
উলিপুরের এই প্রাণ পুরুষ ৯১ বছর কর্মময় জীবনের সমাপ্তি ঘটিয়ে পরপারে চলে যাওয়ায় তার পরিবারসহ উলিপুরবাসী শোকাহত । তিনি স্ত্রী ৪ ছেলে ২ কন্যা ও নাতীনাতনীসহ অনেক আত্ময়ীস্বজন রেখে গেছেন।