ডিএমপি নিউজঃ দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (ডাকসু) নির্বাচন-২০১৯। এই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরাপত্তা বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ ৭ মার্চ বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে ডাকসু নির্বাচন ২০১৯ সংক্রান্ত নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম, প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী ও ড. এস. এম. মাহফুজুর রহমান, চিফ রিটার্নিং অফিসার ডাকসু নির্বাচন ২০১৯।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, সর্বশেষ ১৯৯০ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন ২০১৯। ১১ মার্চ সকাল ৮.০০টা থেকে ১৪.০০টা পর্যন্ত একটানা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটারগণ (আবাসিক ও অনাবাসিক) নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয় পত্র দেখিয়ে ভোট প্রদান করবেন।
ডাকসু নির্বাচন কেন্দ্রিক গৃহীত নিরাপত্তার মধ্যে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা, ভোট কেন্দ্রে প্রবেশ পথে বসানো হবে আর্চওয়ে, নির্বাচনের দিন ঢাবি স্টিকার ব্যতীত কোন গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না। ১০ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হতে বহিরাগতদের চলে যেতে হবে। ১১ তারিখ নির্বাচনের দিন কোন বহিরাগতদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। যেকোন পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ভোট দেয়ার সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয় পত্র দেখাতে হবে।
উক্ত সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, পিডব্লিউডি ও ডিপিডিসি প্রতিনিধিগণ।