ডিএমপি নিউজঃ রাজধানীর বাড্ডা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো– সোহাগ বাবু (২২), হাবিবুর রহমান (২৩), সজল মিয়া (৩৬), আফতাব উদ্দিন ওরফে আতা (৪২) ও আলম মিয়া (৩২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি রেঞ্জ ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।
২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার রাত ১১.৫৫ টায় বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা মাটির গলি এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।