ছিনতাই, দস্যুতা, ডাকাতি, মাদকসহ ১৪ মামলার আসামি, পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ মাহফুজুর রহমান (৪২) কে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ০৫:০০ ঘটিকায় বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির লালবাগ জোনাল টিম বংশালের সৈয়দ কাজী নজরুল ইসলাম সরণি এলাকার একটি দোকানের সামনে থেকে মাহফুজকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা।
ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাহফুজুর রহমান একজন পেশাদার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।