ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তা ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ও পদায়ন হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে ডিএমপি হেডকোয়াটার্সে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।
গত ১১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার এবং যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ জাকির হোসেন খান পিপিএম-সেবাকে উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। গত ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ জাকির হোসেন খান পিপিএম-সেবাকে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।
ডিএমপি কমিশনার বিদায়ী কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের সাথে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন।
বিদায়ী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, ২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বৈচিত্র্যময় কর্মজীবনে পুলিশ সুপার (নাটোর), পুলিশ সুপার (মুন্সীগঞ্জ) এবং ডিএমপিতে ডিসি (লালবাগ)। ডিসি (তেজগাঁও) ও ডিসি (ডিপ্লোমেটিক সিকিউরিটি) হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি সূত্রে তিনি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হতে পুলিশ কমিশনার (ডিআইজি) রাজশাহী মহানগরী পুলিশ, রাজশাহী বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন।
বিদায়ী ডিআইজি জাকির হোসেন খান পিপিএম-সেবা, ২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বৈচিত্র্যময় কর্মজীবনে পুলিশ সুপার (ফরিদপুর জেলা), পুলিশ সুপার (নীলফামারী জেলা), পুলিশ সুপার (নেত্রকোনা জেলা) ও ডিএমপিতে ডিসি (অপারেশনস্) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি সূত্রে তিনি যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) হতে উপপুলিশ মহাপরিদর্শক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে পদোন্নতি সূত্রে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)সহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।