ডিআর কঙ্গোর মধ্যাঞ্চলে সোমবার রাতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশের রাজধানী কানাঙ্গা থেকে ৬৫ কিলোমিটার উত্তরে বেনা-কাদিয়েবু গ্রামে। কানাঙ্গার জাতীয় রেলওয়ে কোম্পানির এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন , ‘হতাহতের এই পরিসংখান প্রাথমিক। কারণ দুর্ঘটনা-কবলিত বগিগুলো ঘটনাস্থলেই পড়ে রয়েছে।’
ট্রেন লাইনে বালি জমার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান। চলতি মাসে কাসাইয়ের মধ্যাঞ্চলে এটি তৃতীয় দুর্ঘটনা।