ডিএমপি নিউজঃ ‘পুলিশ সপ্তাহ ২০২২’ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ১৬১ জন পুলিশ সদস্যকে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজিপি ব্যাজ) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ২০২২) বেলা ১১:৩০ টায় রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) ১৬১ জন পুলিশ সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেন।
আইজি ব্যাজ প্রাপ্তদের ডিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘‘পুলিশের বিপুল সংখ্যক সদস্য যারা ভাল কাজ করেছেন তাদের সবাইকে আইজিপি স্যার এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য আইজিপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ভাল কাজ আমরা করে যাচ্ছি তা যেন আমরা অব্যাহত রাখি। তোমরা ভবিষ্যতে আরো ভাল কাজ করবে যেন বিপিএম, পিপিএম পদক পেতে পার। তোমরা যারা পদক পেয়েছ তারা এমন কোন কাজ করবে না যাতে আইজিপি ব্যাজ এর প্রতি অসম্মান হয়’’।
আইজিপি ব্যাজ প্রাপ্তদের নামের তালিকা দেখুন এখানে- ২০২০ ও ২০২১