ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তার বদলী বা পদায়ন করা হয়েছে।
বদলী বা পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- পিওএম পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসান পিপিএম কে উপ-পুলিশ কমিশনার(পিওএম-উত্তর) ও উপ-পুলিশ কমিশনার সালমা বেগম পিপিএমকে (পিওএম-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে।
১১ মার্চ, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার(সদরদপ্তর ও প্রশাসন) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী বা পদায়ন করা হয়।
এদিকে পৃথক এক আদেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ও স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএমকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে।