ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
বদলীকৃত কর্মকর্তা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রত্যাগত সহকারী পুলিশ কমিশনার শারমিনা আলমকে সহকারী পুলিশ কমিশনার অপারেশনস্ বিভাগ ও সহকারী পুলিশ কমিশনার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদকে সহকারী পুলিশ কমিশনার ক্রাইম বিভাগে বদলী করা হয়েছে।
২৩ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়।