ডিএমপি নিউজ রিপোর্টঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ০৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলী করা হয়েছে।
বদলীকৃত ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার হলেন- সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) মৃত্যুঞ্জয় দে সজলকে সহকারী পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ), সহকারী পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ)জয়ব্রত পালকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) এবং সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন –প্রটেকশন) মোঃ জাহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম)সংযুক্ত স্পেশাল এ্যাকশন গ্রুপ হিসেবে বদলী করা হয়েছে।
০৪ মে’১৭ উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।