ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ, বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পূর্ব বিভাগ ও গোয়েন্দা-মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে সহকারী পুলিশ কমিশনার গুলশান বিভাগের বাড্ডা জোনে পদায়ন করা হয়েছে।
১৯ আগস্ট, ২০২১ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়।