ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাহানুর খানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহ্ জালালকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) ও সহকারী পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম ভূঞা, পিপিএম-কে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।