ডিএমপি নিউজঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মাদকদ্রব্যসহ ৫৭ জন মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১২৩৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৩০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১৪ বোতল ফেন্সিডিল ও ৭০৬ গ্রাম ১৬০১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
০২ মার্চ, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।