ডিএমপি নিউজ: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত।
এ সময় তাদের হেফাজত থেকে ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৩ গ্রাম ৫৫২ পুরিয়া হেরোইন, ২৮৫ গ্রাম গাঁজা, ৬৪ বোতল ফেন্সিডিল, ১০ ক্যান বিয়ার ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
৩ এপ্রিল’১৭ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।