ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তঃ বিভাগ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগ।
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আজ ২৪ অক্টোবর বিকাল ৩ টায় পিওএম পশ্চিম বিভাগের সাথে পিওএম দক্ষিণ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পিওএম দক্ষিণ বিভাগ ৩-১ গোলে পিওএম পশ্চিম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন ও বিজয়ী বিজেতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গত ১০ অক্টোবর থেকে ডিএমপি’র আটটি বিভাগকে নিয়ে এই আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়নশীপ-১৭ শুরু হয়। ফাইনাল ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন পিওএম দক্ষিণ বিভাগের নাজিম হোসেন। পিওএম দক্ষিণ বিভাগের হয়ে তিনি একাই ২ টি গোল করেন ।
প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে কমিশনার বলেন- আমরা অত্যন্ত চমৎকার প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা উপভোগ করলাম। উভয় দলই পুরো সময় টুকু উত্তেজনামূলক খেলা খেলেছে। ডিএমপি ক্রীড়া, সংস্কৃতি চর্চা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সমানভাবে অবদান রাখছে। সামনে আসছে বাংলাদেশ পুলিশ আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা। এজন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন- সকাল-বিকাল কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে আরো সক্ষম করে তুলতে হবে। খেলোয়াড়দের সুস্থ রাখতে তাদেরকে উন্নত ও ডাবল ডায়েট দেয়া হবে। আপনাদের জন্য যা কিছু করার দরকার সবকিছুই আমরা করবো। সবসময় নিজেরা আত্মবিশ্বাসী হয়ে মনে করবেন আপনারাই সেরা।
ডিএমপি’র ক্রীড়ার শ্রেষ্ঠত্ব উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। আপনাদের মধ্য থেকে জাতীয় খেলোয়াড় তৈরি হবে। সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। বিজয়ী, বিজেতা ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।