ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে কর্মরত কনস্টবল ও নায়েক পদ হতে এএসআই(নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষার দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (১৯ নভেম্বর, ২০১৯) ডিএমপি সদরদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
গত ১৫ নভেম্বর, ২০১৯ আইন ও বিধির ব্যবহারিক জ্ঞান (পুস্তকসহ) পরীক্ষায় ৩৫৭৭ জন পদোন্নতি প্রত্যাশী অংশ গ্রহণ করেন।
উক্ত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরাই আগামী বুধবার (২০ নভেম্বর, ২০১৯) তারিখ রাজারবাগে অনুষ্ঠিত প্যারেড পরীক্ষায় অংশ গ্রহণ করার সুযোগ পাবেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ফলাফল (ক্রমিক নম্বর অনুসারে)
৪-১১৪, ১১৫-২২৪, ২২৫-৩২৫, ৩২৬-৪৩০, ৪৩১-৫৫৯, ৫৬২-৬৮৭, ৬৮৮-৭৯৬, ৮০০-৮৯১, ৮৯৩-৯৮৫, ৯৮৬-১০৭৬, ১০৭৭-১১৯২, ১২০১-১৩০১, ১৩০৩-১৪১২, ১৪২০- ১৫৩৫, ১৫৩৬-১৬৬৫, ১৬৬৭-১৭৬৫, ১৭৬৭-১৮৪৮, ১৮৫৩-১৯৩৯, ১৯৪০-২০৩১, ২০৩২-২১২৯, ২১৩০-২২১৭, ২২১৮-২৩০৩, ২৩০৪-২৩৮৭, ২৩৮৮-২৪৬৪, ২৪৬৬-২৫৩৫, ২৫৩৬-২৬২৭, ২৬২৮-২৭০৮, ২৭০৯-২৭৯৩, ২৭৯৪-২৮৮৩, ২৮৮৪-২৯৬১, ২৯৬২-৩০৬৪, ৩০৬৫-৩১২৮, ৩১২৯-৩২১০, ৩২১১-৩২৯৬, ৩২৯৮-৩৩৮০, ৩৩৮১-৩৪৫৮, ৩৪৫৯-৩৫৪৫, ৩৫৪৭-৩৬২১, ৩৬২২-৩৭০৮, ৩৭০৯-৩৭৭৭, ৩৭৭৮-৩৮৫২, ৩৮৫৩-৩৯২৭,৩৯২৮-৪০১৩, ৪০১৪-৪১০৫, ৪১০৬-৪২১১, ৪২১৩-৪৩০৭, ৪৩১৬-৪৪০২, ৪৪০৫-৪৪৮৭, ৪৪৮৮-৪৫৭৭, ৪৫৭৯-৪৬৯৫, ৪৬৯৬-৪৮০৭, ৪৮১১-৪৮৮৫, ৪৮৮৬-৪৯৯১, ৪৯৯৩-৫০৯৯, ৫১০৪-৫১৯০, ৫১৯১-৫৩২২, ৫৩২৩-৫৪১৮, ৫৪১৯-৫৫৪৯, ৫৫৫০-৫৬৪৪, ৫৬৪৫-৫৭৫৯, ৫৭৬০-৫৮৮৩, ৫৮৯২-৬০০৩।