ডিএমপি নিউজ রিপোর্ট: পুলিশি সেবাকে আরো জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ১টি হাই-এস গাড়ি হস্তান্তর করেছে গামকা । আজ ২০ ফেব্রুয়ারি, ২০১৭ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম এর নিকট গাড়ীর চাবি হস্তান্তর করেন গামকা (GAMCA) এর প্রেসিডেন্ট বিশ্বাস জাহাঙ্গীর আলম ।
উক্ত গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রেসিডেন্ট বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন- আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করতে পেরে অত্যন্ত খুশি। গুলশান এলাকায় আইন-শৃংঙ্খলা উন্নতির লক্ষ্যে ডিএমপিকে ১টি গাড়ী উপহার দিতে পেরে আমরা আনন্দিত।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন-সন্মানিত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিন-রাত জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। আজকের এই গাড়ীটি গুলশান এলাকার নগরবাসীর নিরাপত্তার টহল কাজে ব্যবহৃত হবে যার ফলে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের প্রবণতা কমে যাবে।
এ সময় গামকা এর প্রতিনিধি মিনহাজ আহমেদ জাভেদসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।