ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক ঘোষিত মাসব্যাপি ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে আজ (২৭ সেপ্টেম্বর ২০১৮ ) সকাল ১১.০০ টায় লালমাটিয়া মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকায় আমার নিরাপত্তায় আমি সচেতন থাকবো স্লোগানে নিরাপদ সড়ক চাই মূলনীতিকে সামনে রেখে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক পশ্চিম বিভাগ, জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিরাপদে রাস্তা পারাপার, যানবাহনসমূহের নিরাপদ গতিতে চলাচল, প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং ও রোড মার্কিং স্থাপনের প্রয়োজনীয়তাসহ ট্রাফিক সংক্রান্তে অন্যান্য সমস্যাসমূহ তুলে ধরেন এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছেলেমেয়েদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করবেন, বিশেষ করে স্কুল কলেজে যাওয়া আসার ক্ষেত্রে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মোবাইলে কথা বলতে বলতে কিংবা হেডফোন কানে দিয়ে রাস্তা পারাপার হবে না। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবনের জন্য সড়ক, মরণের জন্য নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে ট্রাফিক সদস্য এবং রোভার স্কাউট সদস্যদের সমন্বয়ে কলেজের ক্লাস শুরু এবং শেষে ছাত্রছাত্রীদের রাস্তা পারাপার হওয়ার কথা বলেন।
ট্রাফিক পুলিশের বৈধ আদেশ মেনে চলার এবং পুলিশকে সহায়তা করার বিষয়ে তিনি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পরিশেষে নিরাপদ সড়ক চাই অন্দোলনে তিনি মা সমাবেশের মতো একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক সমাবেশের আয়োজন করার জন্য কলেজের অধ্যক্ষ ও সকল শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাবেশে ডিএমপির ট্রাফিক সচেতনতামূলক ডকুমেন্টটরি প্রদর্শন করানো হয় এবং শেষ পর্বে ছাত্রীছাত্রীদের গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইনসমূহের সাথে পরিচিত করানো হয়।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষসহ ৩০ জন শিক্ষক ট্রাফিক পশ্চিম বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এবং লালমাটিয়া মহিলা কলেজের ৬০০ জন ছাত্রছাত্রী ।