আজ (২৯ আগস্ট ২০১৯) সকাল ০৯.০০ টায় ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা ট্রাফিক জোনে সোনারগাঁ জনপথ ক্রসিং-এ স্কুলগামী মোটরসাইকেল আরোহী শিশুদের মাঝে হেলমেট ব্যবহার এবং আইন মান্য করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত হেলমেট বিতরণ অনুষ্ঠানে ট্রাফিক উত্তর বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী উপস্থিত থেকে স্কুলগামী মোটরসাইকেল আরোহী শিশুদের মাঝে হেলমেট বিতরণ করেন।
এ সময় জুলফিকার আলী জানান যে, ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় হেলমেট ও বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।