ডিএমপি নিউজ: ভারী বৃষ্টিপাতের কারণে গত দুই দিনে মালিবাগ মোড়ের কাছে বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলকারী নগরবাসীকে দীর্ঘ যানজটে পড়তে হয়।
এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) নিজস্ব উদ্যোগে সেচ পাম্প ক্রয় করেন। সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে সেচ পাম্প ব্যবহার করে সড়কের জলাবদ্ধতা নিরসন করেছে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ।
পাশাপাশি ইট-সুড়কি দিয়ে সড়কের খানাখন্দও ভরাট করেছে। ফলে যানবাহন স্বাভাবিকভাবে চলতে শুরু করে।
ট্রাফিক মতিঝিল বিভাগের এমন উদ্যোগের কারণে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে। উক্ত বিভাগ সকল শ্রেণী-পেশার লোকজনকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানিয়েছে।
সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর ট্রাফিক মতিঝিল বিভাগ।