ট্রাফিক পক্ষ-২০২৪ উপলক্ষে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ কর্তৃক ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ও যানজট নিরসনে চলমান বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৬ অক্টোবর ২০২৪ তারিখে ট্রাফিক মোহাম্মদপুর জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিশেষ অভিযানে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে পিসি কালচার হাউজিং পর্যন্ত এবং সূচনা কমিউনিটি সেন্টার থেকে শিয়া মসজিদ পর্যন্ত এলাকার রাস্তায় স্থাপিত স্থায়ী ও ভাসমান অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয় এবং অবৈধ গাড়ি পার্কিং বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, উক্ত রাস্তাদুটিতে বিভিন্ন স্থায়ী ও ভাসমান হকার এবং অবৈধ পার্কিং এর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিলো ও ফলশ্রুতিতে যানজট সৃষ্টি হচ্ছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় সৃষ্ট যানজট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে ও পথচারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে।
মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার এর নেতৃত্বে এই অভিযানে মোহাম্মদপুর ট্রাফিক জোনের সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ সিভিল ট্রাফিক নেটওয়ার্ক’ এর সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীরা এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।