ডিএমপি নিউজঃ রাজধানীর দারুসসালাম থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হোসাইন, মোঃ রিফাত ওরফে নিপু, মোঃ সোহান ও মোঃ নাইম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হইতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি সুইস গিয়ার চাকু, ৬টি মোবাইল ও ১২ টি ব্যাটারি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪ খ্রি:) সন্ধ্যা ৭:৩০ টায় দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দারুসসালাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) রকিব-উল-হোসেন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে দারুসসালাম থানা ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাদেরকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।