ডিএমপি নিউজঃ বাংলা নববর্ষ উদযাপনের আনন্দকে বহুগুন বাড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও রমনা পার্কের জামতলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজন করছে ‘নববর্ষ কনসার্ট’। জমকালো এই আয়োজনে পারফর্ম করবেন তুমুল জনপ্রিয় গায়ক জেমস্ ও তার ব্যান্ড নগর বাউল। এছাড়াও মঞ্চ মাতাবেন শাহনাজ বেলী, কাজী শুভ, কর্নিয়া প্রমুখ। অনুষ্ঠান শুরু হবে ডিএমপি’র সাংস্কৃতিক পরিষদের নিজস্ব শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে।
ডিএমপি’র মিডিয়া এবং পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম ডিএমপি নিউজকে জানান, আমরা গত কয়েক বছর যাবত নিয়মিতভাবে রমনা জামতলায় নববর্ষ কনসার্ট আয়োজন করে আসছি। এ কনসার্টটিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই বাঙালির চিরকালীন সংস্কৃতি ও কৃষ্টিকে আমরা তুলে ধরব রঙ্গিন সাজসজ্জা আর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।
শিল্লীদের ব্যাপারে তিনি জানান, নগর বাউল জেমস্ ও শাহনাজ বেলী এবারের আয়োজনের মূল আকর্ষণ। আমাদের নিজস্ব শিল্পীরাও তাদের বিশেষ পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিনোদন যোগাবে। সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আয়োজন সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে আমরা আশাবাদী।
উল্লেখ্য অন্যান্যবারের মত এবারও নববর্ষ কনসার্টটি সবার জন্য উম্মুক্ত রেখেছে ডিএমপি।