ডিএমপি নিউজ: ঢাকা মহানগরে বসবাসরত নগরবাসীর তথ্য সংগ্রহের জন্য শুরু হয় ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯’ এর কার্যক্রম। আজ ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ এর ৬ষ্ঠ দিন। এ উপলক্ষে রাজধানীর ৫০টি থানার ৩০২টি বিট থেকে একযোগে চলমান রয়েছে নাগরিক তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রম।অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে থানা এলাকার বাড়ী/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংরক্ষণ ও সিআইএমএস এর মাধ্যমে এন্ট্রি নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ/২০১৯ উপলক্ষে গুলশান বিভাগের বনানী থানার উদ্যোগে এলাকায় ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ খান বিপিএম, পিপিএম(বার)সহ পুলিশ ও সম্মানিত নাগরিকগণ উপস্থিত ছিলেন ।
খিলগাঁও থানার উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সম্মানিত নাগরিকগণকে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধ করা হয়।
তেজগাঁও থানার উদ্যোগে তেজগাঁও এলাকায় ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে ঘোড়ার গাড়ী, ব্যান্ডপার্টি ও মোটরসাইকেল দিয়ে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । র্যালীতে পুলিশ ও সম্মানিত নাগরিকগণসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন । র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সম্মানিত নাগরিকগণকে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধ করা হয় । পাশাপাশি থানা পুলিশ বিভিন্ন বিট এলাকায় নাগরিক তথ্য ফরম বিতরন ও সংগ্রহ করে ।
নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-১৯ উপলক্ষে বাই সাইকেল শোভাযাত্রা ও রোল বল স্কেটিং শোভাযাত্রার র্যালির মাধ্যমে এক ব্যতিক্রম প্রচারণা চালিয়েছে খিলক্ষেত থানা পুলিশ। এই র্যালি রোল বল স্কেটারদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। জনগণের দৃষ্টি আকর্ষনের জন্য রোল বল স্কেটারগণ কসরত ও নৈপূন্য প্রদর্শন করে।
অপরদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ও সম্মানিত নাগরিকগণসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে রাজধানীর ডেমরা থানা পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানা এলাকায় প্রতিদিন চলছে বাড়ির মালিক/ভাড়াটিয়াদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের নানা কার্যক্রম।
জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ ও নিরাপদ নগর গঠনের লক্ষ্যে কোতোয়ালী থানার উদ্যোগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে একটি র্যালীর আয়োজন করে। উক্ত র্যালীতে এডিসি কোতোয়ালী জোন, অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা, কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারন সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারন অংশগ্রহণ করে।
অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে উত্তরা পশ্চিম থানার সংশ্লিষ্ট বিট এলাকার বিট অফিসারগন কর্তৃক নাগরিক তথ্য ফরম বিতরন ও সংগ্রহ করা হয়।
অপরদিকে আজ ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয় । র্যালীতে পুলিশসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
তাছাড়াও কামরাঙ্গীরচর থানা এলাকায় বসবাসরত কবি নির্মলেন্দু গুণসহ জ্ঞানী-গুনীব্যাক্তিবর্গ এবং কামরাঙ্গীরচর থানাধীন ৫৫, ৫৬, ৫৭ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক, ইমাম সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে বিভিন্ন এলাকায় “নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ” ২০১৯ উদযাপন উপলক্ষে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিমূর্লসহ পুলিশের সেবা আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছাতে ডিএমপি কর্তৃক ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ আয়োজন করা হয়। ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগের সকল থানা এলাকায় প্রতিদিন চলছে বাড়ির মালিক/ভাড়াটিয়াদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের গৃহিত নানা সেবা সম্পর্কিত বিষয় নিয়ে র্যালী, উঠান বৈঠক ও আলোচনা সভা ।
উল্লেখ্য ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ চলবে ১৫ জুন’১৯ থেকে ২১ জুন’১৯ পর্যন্ত।