ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কার্যকর ও এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
২০ আগস্ট, ২০২০ (বৃহস্পতিবার) তেজগাঁও বিভাগ এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভার কারণে ২টি মামলায় জরিমানা করা হয়েছে ৯ হাজার টাকা। লালবাগ বিভাগে সামাজিক দূরুত্ব বজায় না রাখাসহ মাস্ক ব্যাবহার না করার অভিযোগে ২২টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
একইদিন ডিএমপির ভ্রাম্যমান আদালত উত্তরা বিভাগ এলাকায় অভিযান চালিয়ে একই অভিযোগে ৭ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা করেছে।