ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের অপরাধে অভিযুক্ত।
এ সময় তাদের হেফাজত হতে ৩৪৯ গ্রাম ৮০৭ পুরিয়া হিরোইন, ১২৬৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭২০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
০৩ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে।