ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫৬ গ্রাম ২২৬০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, ৫০৫ বোতল ফেন্সিডিল, ৮২টি ইনজেকশন ও ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
০৪ মে, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩১টি মামলা রুজু হয়েছে।