ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০১৭ গ্রাম হেরোইন, ৫৭ কেজি ১০৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা, ২০০ বোতল ফেন্সিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
৩০ জুন, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে।