ডিএমপিনিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম-বারকে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সোমবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীন পিপিএম-সেবা কে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।