ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টোর্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম- (সেবা) কে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৭ আগস্ট ২০২২) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।